
প্রকাশিত: Sat, May 11, 2024 10:57 AM আপডেট: Fri, May 9, 2025 8:42 AM
১]বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস
এম খান, ইমরুল শাহেদ: [২] ফিলিস্তিনি বন্দিদের হাত বাঁধা, চোখ বাঁধা এবং পরিয়ে রাখা হয়েছে ডায়াপার। সিএনএন এমন দৃশ্যের ফটোগ্রাফসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত সামরিক ঘাঁটির ডিটেনসন সেন্টারে একজন ইসরায়েলিকর্মী এ ছবিগুলো তুলেছেন। এসব দৃশ্য সারাক্ষণই তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সূত্র: সিএনএন
[৩] ছবিতে কাঁটাতারের ঘেরা বন্দি শিবিরে ধূসর ট্র্যাকস্যুট পরা পুরুষদের কাগজের মতো পাতলা গদিতে বসে থাকতে দেখা যায়। তাদের সকলেরই চোখ বাঁধা। ফ্লাডলাইটের আলোয় তাদের অনেকেই মাথা নুইয়ে বসে আছে।
[৪] ঘরটি দুর্গন্ধে ভরা এবং পুরুষদের বিড়বিড় শব্দে একটা বেদনার্ত পরিবেশ তৈরি হয়েছে। একের সঙ্গে অপরের কথা বলা নিষেধ থাকায় বন্দিরা নিজেদের মধ্যে বিড়বিড় করে।
[৫] ওই ইসরায়েলি হুইসেলব্লোয়ার সিএনএনকে বলেছেন, ‘আমাদের বলা হয়েছিল তাদের যেন নড়াচড়া করতে দেওয়া না হয়। তাদের সোজা হয়ে বসে থাকতে হবে। বাঁধা চোখের নীচ দিয়ে উকি দেওয়াও যাবে না।’
[৬] রক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে, বন্দিদের চুপ থাকতে হবে এবং ‘যারা সমস্যা করে তাদের বাছাই করে শাস্তি দিতে হবে’।
[৭] তিনজন ইসরায়েলি হুইসেলব্লোয়ার আরও জানান, ডিটেনসন সেন্টারটিকে দুইভাগ করা হয়েছে। একপাশে গাজা থেকে ধরে আনা ৭০ জন ফিলিস্তিনিকে হাত ও চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছে আর আহত ফিলিস্তিনিদের একটি ফিল্ড হাসপাতালের বেডে হাত-পা বেধে কেবল ডায়াপার পরিয়ে রাখা হয়েছে।
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
